মাস কয়েক আগে উত্তরায় এক পুলিশ অফিসারের সাথে আমাদের তর্ক হল গান-বাজনা নিয়ে। তার কথামত বাইরে কোথাও গান-বাজনা করা যাবে না। না এলাকার ফুটপাতে, না মাঠে, না পার্কে। কোথায় করা যাবে সেটার উত্তরও তিনি দিতে পারেন নাই। তাছাড়া মেয়ে-ছেলে একসাথে বসা নিয়েও উনার আপত্তি। মেয়ে-ছেলে পাশাপাশি বসে গান শুনলে ঠিক কোন জায়গাটায় উনার সমস্যা তাও বলেনাই।
 
গেল সপ্তাহের ছুটিতে রাজনৈতিক সমাবেশের কারণে কম ভোগান্তি পোহাতে হয় নি। এই ছুটিতেও এখন রাজনৈতিক সমাবেশের জন্য চলাচল সীমিত করে কোন রাস্তায় চলাচল করতে হবে তা নির্ধারণ করে দিয়েছে। সব নাগরিক প্রতিষ্ঠান ধ্বংস করা শেষ। সব গেল, ছুটিগুলোও আর আমাদের থাকছে না।
 
টিভিতে টকশো, রাস্তায় ভি আই পি, বাসে শাজাহান – আমাদের হতাশার আর শেষ নাই।