Search

Keep Calm and Code

ও রে দুনিয়া …

মায়ের টুকরো স্নেহের গল্পের দুনিয়া
বোনের কান্নাজড়ানো কৈশোরের দুনিয়া
আদম – হাওয়ার ভালবাসার দুনিয়া
কবিদের বিষণ্ণ শব্দের দুনিয়া

দুনিয়া / গুলাল / ৪ঠা সেপ্টেম্বর ২০১৮

তু কিসি রেল সী গুজারতি হে

তোমার রেলগাড়ির মত পাশ কাটিয়ে চলে যাওয়া
আমায় ব্রীজের মত কাঁপায়।
তুমি শোন বা না শোন
আমি তোমার নাম জপতে থাকি।

দীর্ঘ সফরের অন্তহীন রাতে
তোমার প্রজ্বলিত স্মৃতি আমায় উষ্ণ রাখে।

বন্ধ কুঠুরি,
যা চোখে আঁধার নামায়
তোমার চোখের একটু ইশারায় তাতে আলো নামে।।

ভোর হতে ঢের বাকী
হোকনা এই নিয়ত
কিছুটা ধূর্ত, অসৌজন্য।

জলের বুদবুদের মত এই আমাকে
তোমার ভাবনারা বিদীর্ণ করে দেয়।

 

— অনুবাদ / ২ রা সেপ্টেম্বর ২০১৮

ছাগুসেনা

ইসরায়েলী সেনা মুখপাত্র আদ্রেয়ী ভূমি দিবসের বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণকারী ফিলিস্তিনী নারীদের বিক্ষোভ বাদ দিয়ে ঘরে ফিরে ঘর-সংসার-বাচ্চাকাচ্চা সামলানোর বয়ান দিতেছে এক সৌদি পণ্ডিতের ‘গ্রেট মার্চ রিটার্ন’ এ নারীদের অংশগ্রহণ করা উচিত নয় এই ফতোয়াকে উদাহরণ হিসেবে টেনে। ইসরায়েলে জন্ম নেওয়া আর আমেরিকায় বড় হওয়া দ্বৈত নাগরিক হলিউড অভিনেত্রী ইহুদী ধর্মাবলম্বী নাতালী পোর্টম্যান ইসরায়েলের সাম্প্রতিক কর্মকান্ডের সমালোচনা করায় ইসরায়েলী কয়েক মন্ত্রী তাকেও এক হাত নিয়েছে। আসলে ছাগুদের কোন সীমানা নাই, নির্দিষ্ট দেশ নাই, এরা সদা-সর্বত্র বিরাজমান। মোদীর ছাগু, সৌদি ছাগু, আমাদের ছাগু, ইসরায়েলের ছাগু – মিলেমিশে একাকার।

Zip a directory and taking MySQL backup from Linux terminal

Considering you already have zip installed in your machine, to take complete backup of a project folder as zip run below command in terminal –

zip -r zip_folder_name.zip folder_name_to_zip

(e.g. zip -r mybackup.zip html)

To take a backup of a database from terminal use following command –

mysqldump -u database_username -p database_name > backup_sql_file_name.sql

Upon entering the above command it will ask for database password. Paste your password and then again press Enter. Wait for sometimes depending on your database size. You will get the backup file in the same directory where you ran the command. That’s all.

Additional Tips: Let’s say now you want to download all backup files and that directory where these backups were generated is not browse able. To enable downloading via browser rather than FTP you need to move these files into a publicly browse able path that is secret to yourself. Below is the command –

mv my_backed_up_database.sql /publicly_browse_able_path_to/my_backed_up_database.sql

Same goes for the zip file also.

Thanks.

DARK

1953 -> <- 1986 -> <- 2019
Yesterday was so stressed. A migration was scheduled at 9:30 AM. I went to office at 8:30 AM to get prepared. It went well. The day passed by digging with an API to know it’s internals. Left empty office at 10:30 PM with awful headaches. Reached home around 11:30 PM, took my dinner, watched an episode of DARK to get refreshed but it was a wrong choice in terms of complexity. Slept whole night, woke up at 11 AM today and found out that headaches still exists. It was like my head becoming bigger in size and someone squeezing it. Considering my headache going toward office is a suicidal decision. Sent an email to HR that I won’t join office today. And then again started DARK. As I said it was wrong choice like last night but I couldn’t help myself before finishing the whole season.

Continue reading “DARK”

আমার বিষাদগ্রস্থ কর্মজীবন

স্মৃতিশক্তিটা দিন দিন জঘন্য হয়ে যাচ্ছে। কাগজে টুকে লিখে কোনমতে বেঁচে আছি।  মাস কয়েক ধরে নানা কারণে মেজাজটা খিটখিটে হয়ে গেছে তা নিজেই বুঝতে পারতেছিলাম। গেল মাসে আব্বু আমি অফিসে যাবার পরে আম্মুকে অভিযোগ দিল এ ব্যপারে। রাতে খাবার টেবিলে আম্মু যখন একথা বলল, খুব ছোট মনে হয়েছিল নিজেকে। কোনমতে আম্মুকে বললাম, আম্মু, আব্বুকে কী বলেছি মনে পড়তেছেনা, আমি আসলে ঢাকার ট্রাফিক, অফিস, ক্যারিয়ার, দেরীতে বাসায় ফেরা, ফোনের পর ফোন – এইসব মিলিয়ে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে ঘরের বা আত্মীয়স্বজনের কথা যেগুলো না বললেই নয় শুধু সেগুলো শুনিও। বাদবাকি আপনারা সামলে নেন। আম্মু তখন জিজ্ঞেস করেছিল, এইগুলো গোছানো যাচ্ছে না কেন ? আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে ভাইটাকে বলেছিলাম, ভালমত পড়তে, জি আর ই ‘র জন্য এখন থেকেই একটু একটু করে পড়াশোনা করতে যেন পাশ করার পর একদিনও এইখানে থাকা না লাগে। এইখানে কোন দীর্ঘমেয়াদী ক্যারিয়ার নেই, সুখ নেই, একটা নির্মল জীবন নেই। একজন গার্মেন্টস শ্রমিক সারাদিন কাজ করে রাতটুকু অন্তঃত নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমাদের তাও হয় না। একটা বাজে ইকোসিস্টেমের অংশ যেটাকে নিয়তি ধরে সবাই দিব্যি কাজ করিয়ে নিচ্ছে।
 
ব্যক্তিগত জীবনের ছিটেফোঁটাও এই জীবনে নেই। এই একটা পরিবেশের মধ্যে আছি। মাঝে মাঝে মনে হয় নরকে আছি। নরক থেকে দু-দশদিনের জন্য বেরিয়ে পড়ি স্বস্তির আশায়, ফিরে এসে আবার পুরনো সেই নরক। সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে। খুব। সার্কাসের জোকারের মত সবাইকে খুশি রাখা, স্মৃতিভ্রষ্ট, গণজীবনের কোন মানে নেই।

আমাদের একরাশ হতাশা

মাস কয়েক আগে উত্তরায় এক পুলিশ অফিসারের সাথে আমাদের তর্ক হল গান-বাজনা নিয়ে। তার কথামত বাইরে কোথাও গান-বাজনা করা যাবে না। না এলাকার ফুটপাতে, না মাঠে, না পার্কে। কোথায় করা যাবে সেটার উত্তরও তিনি দিতে পারেন নাই। তাছাড়া মেয়ে-ছেলে একসাথে বসা নিয়েও উনার আপত্তি। মেয়ে-ছেলে পাশাপাশি বসে গান শুনলে ঠিক কোন জায়গাটায় উনার সমস্যা তাও বলেনাই।
 
গেল সপ্তাহের ছুটিতে রাজনৈতিক সমাবেশের কারণে কম ভোগান্তি পোহাতে হয় নি। এই ছুটিতেও এখন রাজনৈতিক সমাবেশের জন্য চলাচল সীমিত করে কোন রাস্তায় চলাচল করতে হবে তা নির্ধারণ করে দিয়েছে। সব নাগরিক প্রতিষ্ঠান ধ্বংস করা শেষ। সব গেল, ছুটিগুলোও আর আমাদের থাকছে না।
 
টিভিতে টকশো, রাস্তায় ভি আই পি, বাসে শাজাহান – আমাদের হতাশার আর শেষ নাই।

ভাই ভাই হোটেল

আম্মু না থাকাতে বাসাটা গত দেড় মাস ধরে এক্সপেরিমেন্টাল কিচেন হয়ে আছে। রান্না নিয়ে নানা ধরণের রিসার্চ করা হয়। অতিরিক্ত পানির সংস্পর্শ এড়াতে কিচেন গ্লোভস কিনছি। দুই ভাই মিলে যখন যা মন চায় রান্না করি। এতদিন মুরগী আর ডাল ছাড়া কিছু পারতাম না।

Continue reading “ভাই ভাই হোটেল”

22.07.2017

আজকের রান্নাঃ কাঁচামরিচ, ধনেপাতার মিশেলে বোয়াল মাছ। গতরাতের বেঁচে যাওয়া মুরগীর দুই টুকরা তেলে ভাজা। চোখের যত্নে এক আঁটি কলমিশাক ভাজা। খাবার শেষে স্বপ্ন ‘র মিল্ক গরম করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আম্রপালি আমের দুধ জুস। এরপর দশ পৃষ্ঠা খোয়াবনামা। সকালে উঠে আবার মাটি কাটতে যেতে হবে।

Create a free website or blog at WordPress.com.

Up ↑